Thu. Oct 23rd, 2025
Advertisements

খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৩৫) নামের এক অটো ভ্যান চালকের মুত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫ টার দিকে রংপুর-দিনাজপুর মহসড়কের ইকরচালী বাজার সংলগ্ন উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন (৩৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মুরাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে অটো ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোতালেব হোসেন মারা যান এবং অটো ভ্যানে থাকা একজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।