Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
মঙ্গলগ্রহে যাওয়ার প্রস্তুতিতে নির্জনে বসবাস শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের (নাসা) বাছাই করা ছয় জনের একটি অভিযাত্রী দল।

হাওয়াই দ্বীপের একটি আগ্নেয়গিরির কাছে ঊষর ভূমিতে স্থাপন করা জনশূন্য একটি গম্বুজের ভেতর নির্জনে বাস করছে তারা।

ছয় জনের ওই দলে বিমানচালক, চিকিৎসক, স্থপতি ও বিজ্ঞানীসহ বিভিন্ন পেশার মানুষ আছেন। তারা সবাই যাবেন মঙ্গলগ্রহে।

আর তারই প্রস্তুতি হিসাবে শুক্রবার থেকে তারা ওই গম্বুজে থাকতে শুরু করেছেন। এক বছর ধরে তারা সেখানে বিশুদ্ধ বাতাস, তাজা খাবার ও কোনো ধরনের ব্যক্তিগত গোপনীয়তা ছাড়া থাকবেন বলে জানিয়েছে বিবিসি।

গম্বুজটির ব্যাস মাত্র ৩৬ ফুট এবং উচ্চতা ২০ ফুট। তাঁবুর বাইরে যেতে হলে স্পেসস্যুট পরতে হবে। এটিই এ ধরনের সবচেয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ।

নাসার এ দলটিতে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী, জার্মানির পদার্থবিজ্ঞানী এবং চারজন মার্কিনি- যাদের মধ্যে বিমানচালক, সাংবাদিক, বিজ্ঞানী ও একজন স্থপতি রয়েছেন।

দলের নারী এবং পুরুষ উভয়কেই ঘুমানোর জন্য ছোট্ট একটি খাট এবং একটি করে টেবিল দেয়া হয়েছে।

এর আগে নাসা এ ধরনের দুইটি পরীক্ষা চালিয়েছে, যেগুলোর ব্যাপ্তি ছিল চার মাস ও আট মাস।

বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী এক থেকে তিন বছরের মধ্যে মানুষ মঙ্গলে যাত্রা শুরু করবে।