Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
বিভিন্ন উপলক্ষ্যে নতুন নতুন লোগো নিয়ে হাজির হওয়া গুগলের জন্য নতুন কিছু নয়। কোন বিজ্ঞানীর জন্মদিন হোক বা কোন সামাজিক উৎসব অথবা প্রিয় দুই দলের খেলা- নতুন লোগো বানিয়ে সবাইকে চমকে দেওয়াতেই যেন গুগলের আনন্দ।

এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী লোগোতে পরিবর্তন করলো গুগল। গত মাসে প্র্রতিষ্ঠানটিতে বড় ধরণের রদবদলের পর লুকে বদল আনতে লোগো পরিবর্তন করল ‘সার্চ ইঞ্জিনের দৈত্য’ নামে পরিচিত প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে লোগো পরিবর্তন করেছিল গুগল।

গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ইনকর্পোরেটের অধীনে যাওয়ার তিন সপ্তাহ পর গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আনল গুগল। নতুন লোগোতেও সাদা দৃশ্যপটে চার রঙয়ের অক্ষর থাকছে ঠিক আগের মতোই। তবে ফন্ট ক্লাসেও পরিবর্তন আনা হয়েছে। নতুন লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে অ্যালফাবেটের লোগোও।

এখন থেকে গুগলের লোগোর এই চার রং দেখা যাবে গুগল মাইক্রোফোনেও। অর্থাৎ গুগলের যেসব সেবায় গুগল ভয়েস ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে মাইক্রোফোনের ছবিতে এই চার রংয়ের দেখা মিলবে।

একটি ব্লগপোস্টে গুগল জানায়, গত সতের বছরে গুগল প্রতিনিয়ত পরিবর্তন করেছে- আমাদের পণ্য থেকে শুরু করে এর চেহারায় সবসময় একটা বৈচিত্র্য আনার প্রয়াস ছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে গুগলের ব্যাপ্তি ও কাজের পরিধিও অনেকে বেড়েছে। তার সাথে সমন্বয় আনতে গুগলের এই পরিবর্তন।

১৯৯৯ সালের পর থেকে লোগোতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।