Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সংগঠিত যৌন হয়রানির প্রতিবাদ করায় সাজ্জাদ শিহাব (২৩) নামক শিক্ষার্থীকে মারধর করেছে ইভটিজাররা। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শিহাব নোবিপ্রবি’র ইংরেজী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে মাইজদী শহরের বালুর মাঠে শিহাবকে ধরে নিয়ে ইট, লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে স্থানীয় ইভটিজাররা। এতে তার কোমরসহ সারা শরীরে মারাত্মক জখমের সৃষ্টি হয়। বর্তমানে সে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে সুধারাম থানায় একটি ‘হত্যাচেষ্টার’ মামলা দায়ের করেছে। সজীব (২২) নামক এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ নেওয়াজ মোঃ বাহাদুর  শীর্ষনিউজকে জানান, আজ রাতের মধ্যেই দোষীদের গ্রেফতার করা হবে। আমরা হামলার শিকার শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয়ভার বহন করব।

এদিকে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের আমরা সনাক্ত করেছি। খুব দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করতে ডিবিসহ কয়েকটি টিমকে আমি নির্দেশ দিয়েছি।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট (শুক্রবার) ক্যাম্পাসে বহিরাগত ৯ জন কলেজ পড়ুয়া যুবক বিকেল ৫টার সময় ছাত্রীদের যৌন হয়রানি করে। এ ঘটনা ক্যাম্পাসে শিক্ষার্থীরা জানতে পেরে তাদেরকে কান ধরে উঠ-বস করায় এবং একজনকে প্রশাসনের কাছে সোপর্দ করে বাকীদের ছেড়ে দেয়। প্রশাসন পরবর্তীতে তাকেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। আর এ ঘটনার জের ধরে শিহাবের উপর হামলা করা হয়েছে।