Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটিরও বেশি বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শুধু তাই নয়, বেড়েছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাও। এ সংখ্যা গত এক বছরে বেড়েছে এক কোটিরও বেশি।

মঙ্গলবার এ সংক্রান্ত এক পরিসংখ্যান প্রকাশ করেছে বিটআরসি। যেখানে জুলাই মাস পর্যন্ত ইন্টারনেট এবং মোবইল ব্যবহারকারীর তথ্য দেখানো হয়েছে।

বিটিআরসির পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসের শেষে দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৭ লাখ ৭ হাজার। যেখানে গত বছর একই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৯৩ লাখ।

জুলাই মাস পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক ৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার, ওয়াইম্যাক্স গ্রাহক এক লাখ ৭৪ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ১২ লাখ ৯৩ হাজার।

বিটিআরসির হিসাব অনুসারে, গত জুলাই শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা এক কোটিরও বেশি বেড়েছে। এ সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখে।

এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৩৯ লাখ, বাংলালিংকের ৩ কোটি ২৪ লাখ, রবির ২ কোটি ৭৯ লাখ, এয়ারটেলের ৯০ লাখ, সিটিসেলের ১১ লাখ ৬১ হাজার ও রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক ৪২ লাখ ২১ হাজার। একই সময়ে গত বছর এ সংখ্যা ছিল ১১ কোটি ৬৮ লাখ।
তবে জুন থেকে জুলাই শেষ নাগাদ সিটিসেল ২৪ হাজার গ্রাহক হারিয়েছে।