Tue. Sep 16th, 2025
Advertisements

62 বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
কোরবানির গরু কেনা ও বাড়ি পৌঁছে দেওয়ার সুবিধা দেবে বিক্রয় ডটকম। অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইটটি থেকে গরু-ছাগল কেনার জন্য আগাম ফরমায়েশ দেওয়া যাবে এবং নির্দিষ্ট ডেলিভারি চার্জ দিলে তা বাড়িতেও পৌঁছে দেবে বিক্রয় ডেলিভারস।

বিক্রয় ডটকম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সাইট থেকে গরু-ছাগলের আগাম ফরমায়েশ দেওয়া যাবে। ডেলিভারি সার্ভিস পেতে তিন হাজার টাকা বিক্রয় ডেলিভারসকে অগ্রিম দিতে হবে। এ জন্য গ্রাহকের নাম, ইমেইল আইডি এবং ফোন নম্বর জানাতে হবে। ডেলিভারির সময় গ্রাহককে পশুর সম্পূর্ণ দাম বিক্রেতাকে প্রদান করতে হবে। কোনো কারণে অর্ডার বাতিল করলে গ্রাহককে পশু ফেরত বাবদ তিন হাজার টাকা প্রদান করতে হবে।

বিক্রয় ডট কমের বিপণন ব্যবস্থাপক মিশা আলী বলেন, ঈদে পশু কেনা-বেচা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য ঝক্কি-ঝামেলার বিষয়। বিক্রয়ের অফার ঝামেলা থেকে মুক্তি দেবে।