Tue. Sep 16th, 2025
Advertisements

2বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
শবনম ফারিয়া এর আগে কখনও ফুটবল খেলেননি। খেলার কোন শখও ছিল না। তবে অভিনেত্রী বলে কথা। অন্তত অভিনয়ের জন্য তাকে ফুটবল খেলতে হলো। আগামী ঈদের জন্য নির্মিত একটি নাটকের দৃশ্য ধারণের জন্য মাঠে গিয়ে ফুটবল খেললেন তিনি।

তার অভিনীত নাটকটির নাম ‘আমার বন্ধু ডেভিল’। এটি পরিচালনা করেছেন রাসেল শিকদার। নাটকটিতে শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন অ্যালিন শুভ্র, ইরফান সাজ্জাদ প্রমূখ।

নাটক প্রসঙ্গে ফারিয়া বলেন, মুলত বন্ধুত্বের গল্প এটি। মাঠে গিয়ে ফুটবল খেলার দৃশ্যধারণ করতে হয়েছে। ভালই লাগল ফুটবল খেলে’।

আসছে ঈদে আরটিভিতে এই নাটকটি প্রচার হবে বলে জানা যায়।