Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
উইকিপিডিয়া বিশ্বের ডিজিটাল মুক্ত জ্ঞানকোষ। যেকোনো বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভের জন্য আমরা প্রতিদিনই উইকিপিডিয়ায় ঢুঁ মেরে থাকি। উইকিপিডিয়ার এসব কনটেন্ট লেখার জন্য রয়েছে স্বেচ্ছাসেবী কন্ট্রিবিউটর এবং সম্পাদক। তবে এর বাইরেও উইকিতে অ্যাকাউন্ট খুলে যে কেউ কনটেন্ট সম্পাদনা বা যোগ করতে পারেন।

এ সুযোগেই হ্যাকাররা বিভিন্ন সময় ভুল তথ্য দিচ্ছে উইকিপিডিয়ায়। এই সমস্যা উইকির জন্য নতুন নয়। এবার ৩৮১টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। এ খবর জানিয়েছে ম্যাশেবল।

উইকিপিডিয়ায় অ্যাডমিনিস্ট্রেটররা ঘোষণা দিয়েছেন, এক সপ্তাহ ধরে তদন্ত করার পর গত সোমবার ‘অরেঞ্জ মুডি’ নামে একটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হচ্ছিল।

অ্যাডমিনিস্ট্রেটরা বলছেন, বন্ধ করে দেওয়া এসব অ্যাকাউন্ট ‘সক অ্যাকাউন্ট’ নামে পরিচিত হবে। অর্থাৎ এসব অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। সক অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, এমন অ্যাকাউন্টগুলোও এর পর থেকে বন্ধ করার ঘোষণা দিয়েছে উইকিপিডিয়ার অ্যাডমিনিস্ট্রেটররা।

উইকিপিডিয়ায় মূল সংগঠন উইকিমিডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অ্যাকাউন্ট থেকে ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বা পণ্যের নামে প্রচারণামূলক পোস্ট তুলে দেওয়া হয় উইকিপিডিয়ায়। এসব অ্যাকাউন্ট থেকেই ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়। এটা কেউ একা করে না, সংঘবদ্ধ দল এই কাজগুলো বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে।

এর আগে ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০১৩ সালের অক্টোবরে উইকিপিডিয়া ২৫০টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।