বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
গুলিভর্তি একটি বন্দুক নিয়ে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত গলায় গুলি লেগে এক মার্কিন কিশোর নিহত হয়েছে।
ডিলিয়ন অ্যালোনসো স্মিথ (১৯) নামের হাউস্টনের বালক ভুল করে ট্রিগারে চাপ দিয়ে বসলে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, তার দুটো সন্তান রয়েছে এবং সে কলেজ জীবন শুরু করতে যাচ্ছিল।
স্মিথের চাচাত ভাই পুলিশকে জানান, গতকাল ঘটনাটি ঘটেছে।
তবে তার হাতে কিভাবে বন্দুক এলো তা এখনো স্পষ্ট নয়।
ঠিক একই ধরনের একটি ঘটনায় চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার ২১ বছর বয়সী এক তরুণী সেলফি তুলতে গিয়ে নিজের মাথায় ভুল করে গুলি করে বসেন। তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।