বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দিনগত গভীর রাতে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার এস আই মাহফুজুর রহমান বলেন, যৌন হয়রানির অভিযোগে ঢাবি প্রশাসন তিন ছাত্রকে মঙ্গলবার মধ্যরাতে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।তারা এখন শাহবাগ থানায় আটক রয়েছে।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ১ম বর্ষের ছাত্র রাতুল হাসান নাঈম, আমিরুল ইসলাম ও নাজমুল সাকিব।