বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
প্রতিনিয়তই বিশ্বে নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। মানুষ নতুনত্বের জন্য বরাবরি পাগল। তারা নতুন আবিষ্কারের পেছনে ছুটতে থাকে। সেই আবিষ্কারের মাঝে রয়েছে বিভিন্ন মজাদার তথ্য। প্রকৃতির সৃষ্টি ও মানুষের তৈরির মাঝে রয়েছে বিভিন্ন মজাদার ও অদ্ভুদ তথ্য। আসুন সে সকল মজাদার তথ্যের মজা নেয়া যাক-
১. মিশরের চেয়ে সুদানে পিরামিড বেশী:
বিশ্বে সবচেয়ে বেশী পিরামিড সুদানে অবস্থিত। এমনকি মিশরের চেয়ে সুদানে পিরামিড বেশী। সুদানের আল কুররু, নুরী, জিবেল বরকল এবং মেরোতে ২২৩টি পিরামিড রয়েছে। এরা প্রত্যেকটি ২০ থেকে ৩০ মিটার উঁচু।
২. মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশী:
মঙ্গোলিয়াতে মানুষের তুলনায় ঘোড়ার সংখ্যা বেশী। চেঙ্গিস খানের সময় থেকে সেখানে ঘোড়া পালন করা হয়। সেখানে ঘোড়ার সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। অথচ, সেখানে মানুষের সংখ্যা ২,৭৫ মিলিয়ন।
৩. সবচেয়ে বেশী ভাষা ব্যবহৃত দেশ:
পাপুয়া নিউ গিনি এমন একটি দেশ যেখানে ৭৫০’র বেশী ভাষা ব্যবহার করা হয়। সেখানে সবচেয়ে বেশী যে ভাষা ব্যবহার করা হয় তা হল মোতু ও পিডজিন ইংরেজি।
৪. আয়ারল্যান্ডের অদ্ভুদ বায়ুকল:
পৃথিবীর সকল বায়ুকল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে কিন্তু আয়ারল্যান্ডের এই অদ্ভুদ বায়ুকল ঘড়ির কাঁটার দিকেই ঘোরে।
৫. বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন শহর:
গ্রহের সবচেয়ে বিচ্ছিন্ন শহর হল অস্ট্রেলিয়ার পার্থ। এই শহরের পর প্রায় ২০০ মাইল জুড়ে দুর্ভেদ্য মরুভূমি। তাই এটি সবচেয়ে বিচ্ছিন্ন শহর।
৬. আমাজন নদীর শক্তি:
আমাজনের নদী আটলান্টিক সাগরের মাঝে এতো পানি প্রবাহিত করে যে সমুদ্রের ১০০ মাইল এলাকা জুড়ে আপনি বিশুদ্ধ পানি পান করতে পারবেন। নদীর পানি এসে সংযোগ হবার ফলে সমুদ্রের পানির লবণাক্ততা থাকে না প্রায় ১০০ মাইল পর্যন্ত।
৭. বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রেলভ্রমণ:
ট্রান্স সাইবেরিয়ার রেল বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রাপথ। এটা মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত ৫.৫৮০ মাইলের পথ। যেখানে ভ্রমণ করতে ৭ দিন সময় লাগে।–সূত্র: মাই সায়েন্স একাডেমী।