Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
স্মার্টফোনের বাজারে অবস্থান দৃঢ় করার পর এবারে ল্যাপটপের বাজারে আসার পরিকল্পনা করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি।

প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, আগামী বছরের শুরুতে প্রথমবারের মতো ল্যাপটপ আনবে শিয়াওমি।

প্রিমিয়াম ল্যাপটপ বাজারে এনে চীনের আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান লেনোভো ও মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে শিয়াওমি কর্তৃপক্ষ।

শিয়াওমির সূত্রটি পরিচয় গোপন রেখে ব্লুমবার্গকে বলেছে, আগামী বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের ম্যাকবুক এয়ার ও লেনোভোর থিংকপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন ল্যাপটপ বাজারে ছাড়বে শিয়াওমি।

ল্যাপটপ বাজারে আনতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে আলোচনা করছে শিয়াওমি। স্যামসাংয়ের সঙ্গে চিপ কেনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হলে চিপের পাশাপাশি স্যামসাংয়ের কাছ থেকে ডিসপ্লেও কিনতে পারে শিয়াওমি।

প্রযুক্তি-প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করার মাত্র পাঁচ বছরের মধ্যে বিশ্বে শীর্ষ স্মার্টফোন নির্মাতাদের কাতারে চলে এসেছে চীনের এই প্রতিষ্ঠানটি। মিড রেঞ্জ বা মাঝারি দামে প্রিমিয়াম যন্ত্রাংশযুক্ত স্মার্টফোন বাজারে এনে গ্রাহকের কাছে জনপ্রিয় হয়েছে শিয়াওমি।

বাজার গবেষকেরা বলছেন, শিয়াওমি যদি পিসির ব্যবসা শুরু করে তবে এ ক্ষেত্রের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে লেনোভো, হিউলেট প্যাকার্ড ও অ্যাপলের মতো প্রতিষ্ঠান দাম কমানোর চাপের মধ্যে পড়ে যাবে।

এদিকে, বিশ্বের চতুর্থ স্থানে থাকা স্মার্টফোন নির্মাতা শিয়াওমি পিসির ব্যবসায় নামলে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়েরও লাভ। তাদের কাছ থেকে যন্ত্রাংশ কিনবে শিয়াওমি।

অবশ্য স্যামসাং বা শিয়াওমি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ।