Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
গ্রাহকদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে এলো টেলিকম অপারেটর বাংলালিংক। ‘বাংলালিংক আমরা এ১০বি’ নামের স্মার্টফোনটি নেওয়া যাবে ৫ হাজার ৪০০ টাকায়। এর সঙ্গে ক্রেতারা পাবেন সমমূল্যের বাংলালিংক বান্ডেল বোনাস।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিও) শিহাব আহমাদ, আমরা স্মার্ট সল্যুশন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উইন্ডোজ ডিভাইসের এই স্মার্টফোনের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন, ৪ ইঞ্চি পর্দা, ১ জিবি ৠাম, ৮ জিবি রম, ৫ (ব্যাক) ও ০.৩ (ফ্রন্ট) মেগাপিক্সেল ক্যামেরা, ১৪২০ অ্যাম্পিয়ার ব্যাটারি ও ডুয়াল (মাইক্রো) সিম। হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে আছে উইন্ডোজের ৮.১ ভার্সন।

স্মার্টফোনটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বাজারে পাওয়া যাবে। অবশ্য ৪ সেপ্টেম্বর থেকে স্মার্টফোনটির অগ্রিম অর্ডার নেওয়া হবে। এর মধ্যে প্রথম ৫শ’ জন অগ্রিম অর্ডারকারী উপহার হিসেবে পাবেন ১টি বাংলালিংক মগ ও ব্যাগ।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, ইন্টারনেট আমাদের জীবনের ধারা বদলে দিয়েছে। জীবনের এই বদলে প্রয়োজন উচ্চগতির ইন্টারনেট। গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলালিংক। উচ্চগতির এই ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন উপযুক্ত ডিভাইস। ‘বাংলালিংক আমরা এ১০বি’ তেমনি একটি স্মার্টফোন। এর মাধ্যমে গ্রাহকরা ৩জি’র পূর্ণ সেবা পাবেন।