Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
মালয়েশিয়ায় এক নারী চিকিৎসক অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন নারীর সন্তান প্রসবের মুহূর্তকে ধরে রাখতে সেলফি তুললেন। যদিও এ ঘটনা ওই চিকিৎসকের কপালে শনিই বয়ে আনলো।

কারণ ছবিটি সামাজিক মিডিয়াগুলোতে প্রকাশ হওয়ার পরই অভিযুক্ত চিকিৎসকের চাকরি খতম।

জানা গেছে, প্রসব যন্ত্রণায় কাতর নারীকে পেছনে রেখে সেলফি তোলেন ওই চিকিৎসক। একটি হাত দিয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে ও অন্য হাতে গর্ভবতী নারীর পেটের নিচে হাত ঢুকিয়ে সন্তানের জন্ম দিতে ব্যস্ত ছিলেন ওই নারী চিকিৎসক।

আবার সেই মুহূর্তটিকেই ক্যামেরাবন্দি করেন অন্য কেউ। যেখানে দেখা গেছে, যখন এমন ঘটনা ঘটছে, তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছেন অন্তঃসত্ত্বা নারী।

এদিকে পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার জহর বাহরু হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ফেসবুকে পোস্টটি ভাইরাল হওয়ার পরই বরখাস্ত করা হয় অভিযুক্তকে। সরকারি প্রশাসনের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অপারেশন রুমে কে ছবিটি তুলে দিল, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।