বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
নাশকতার ১১ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
এর আগে সকালে আমানের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া পল্টন থানার ছয় মামলা, মিরপুরের দুই এবং লালবাগ, রামপুরা ও কাফরুলের তিন মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ২ আগস্ট মামলাগুলোতে আমানউল্লাহ আমান ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।