Fri. Sep 19th, 2025
Advertisements

10শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
খবরের শিরোনাম হতে জুড়ি নেই হলিউড গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহানের। এর আগে তিনি বহুবার বিভিন্ন অপরাধ ও সাজা বিষয়ক কাজ করে খবরের শিরোনাম হয়েছিলেন।

এবার এক বিয়ে বাড়িতে তিনি নিজেই খোদ কনের সাঁজ সেজে উপস্থিত হয়ে বিয়ে বাড়িতে তাক লাগিয়ে দেন। শুধু তাই নয় শেষে তিনি মদ খেয়ে বলতে থাকেন তার অলংকার চুরি গেছে। এবং অনেক বেশি অসংলগ্ন কথা বার্তা বলেন। তার অসংলগ্নতা নাকি ছিল চোখে পড়ার মতো।

মদ খেয়ে এর আগে তিনি অনেক কর্মকান্ড করেছিলেন পরে তাই তার উপর মদ খেতে আইনী নিষেধাজ্ঞা রয়েছে। তিনি অবশ্য বলছেন যে, ‘আমি খেতে চাইনি, বন্ধুরা জোর করে আমাকে খাইয়েছে।’

এতো গেল নতুন ঘটনা। কিন্তু লোহানের বিপদ তাতে কাটেনি। সম্প্রতি তার সাবেক সাবেক এক গাড়িচালক মামলা ঠুকেছেন তার বিরুদ্ধে। তার প্রাপ্তব্য বেতন-ভাতাদী নাকি দেননি লিলো গেল কয়েক বছর ধরে। তাই আইনের স্বরনাপন্ন হয়েছেন ড্রাইভার।