Tue. Sep 16th, 2025
Advertisements

18শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মারভান আতাপাত্তু। সফরকারী ভারতের কাছে ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে হারের পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

খেলোয়াড়ী জীবনে মোট ৯০টি টেস্ট খেলেছেন সাবেক এই লঙ্কান টেস্ট ওপেনিং ব্যাটসম্যান। ১৬ সেঞ্চুরিসহ করেছেন মোট ৫৫০২ রান।

২০১১ সালে ব্যাটিং কোচ হিসেবে শ্রীলঙ্কান দলের কোচিং স্টাফে যোগ দেন আতাপাত্তু। এর পর ২০১৪ সালের অক্টোবরে পল ফারব্রেস পদত্যাগ করলে আতাপাত্তুকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল ২০১৪ সালে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়।