Mon. Sep 15th, 2025
Advertisements

32 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
চামচের মতো দেখতে। গঠন মনে হয় পাথুরে। তবে ভাসছে শূন্যে কারণ নিচে এর ছায়া পড়েছে। শূন্যে ভাসমান চামচসদৃশ এমনই বস্তু দেখা গেছে লাল গ্রহে মঙ্গলে। সম্প্রতি মঙ্গলে নারীসদৃশ ও অক্টোপাসের মতো দেখতে দুটি বস্তু নিয়ে বেশ শোরগোল দেখা যায়। এর রেশ না কাটতেই ‘মঙ্গলে ভাসমান চামচ!

গত ৩০ আগস্ট মঙ্গলে অবস্থানরত রোবটযান কিউরিওসিটির পাঠানো ছবিতে ভাসমান চামচ আকৃতির বস্তুটি ধরা পড়ে।

তবে চামচের মতো দেখা গেলেও আসলে তা চামচ তো নয়ই। আর এটি ভাসমানও নয়। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির মতে, বায়ুপ্রবাহের কারণে মঙ্গলপৃষ্ঠে এমন অদ্ভুত পাথুরে গঠন তৈরি হয়েছে। আর পৃথিবীতে বায়ুপ্রবাহের কারণে তৈরি হওয়া অদ্ভুত আকৃতির কিছু পাথুরে গঠনের উদাহরণও দিয়েছে নাসা।

নাসার ব্যাখ্যা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মঙ্গলের চামচ’ নিয়ে বেশ আলোচনা দেখা গেছে। বিস্ময় বা গঠনমূলক আলোচনার পাশাপাশি অনেকে বিদ্রূপ করতেও ছাড়ছেন না। যেমনটি করেছেন যুক্তরাজ্যের কৌতুক অভিনেতা স্টিভ মার্টিন। এক টুইটার বার্তায় #অষরবহঅনফঁপঃরড়হ হ্যাশট্যাগে তিনি মন্তব্য করেন, ‘এটিই সেই চামচ যা আমি ১৯৬৮ সালে সেখানে ফেলে এসেছি।