Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
এবারের ঈদে অনলাইনে যাঁরা কেনাকাটা করতে আগ্রহী তাঁদের জন্য বিশেষ একটি অফার এনেছে ‘হুক্কাহুয়া ডটকম’ নামের এইটি ওয়েবসাইট। এই সাইটে যেকোনো পণ্য কিনলেই পাওয়া যাবে উপহার।

সাইটটির নামকরণ প্রসঙ্গে এর তরুণ উদ্যোক্তা বলেন, ‘এটা শেয়ালের ডাক। হুক্কাহুয়া বললে সহজে সবাই বুঝবেন। এটাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা সহজ হবে। তাই নামটি বেছে নেওয়া হয়েছে। ই-কমার্স সাইট হিসেবে এ বছরের মে মাস থেকে যাত্রা শুরু হয়েছে হুক্কাহুয়ার।’

এই সাইটটিতে ইলেট্রনিকস গ্যাজটসের কেনা বেচা বেশি হচ্ছে বলে জানান এর উদ্যোক্তারা। ঈদ উপলক্ষে কেনা-কাটার ওপর ১০ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে। উপহার হিসেবে চাবির রিং অথবা এলইডি স্পোর্টস ওয়াচ দেওয়া হচ্ছে। সাইটটিতে (িি.িযঁশশধযঁধ.পড়স) ঘরে বসে যে কেউ অনলাইনে পণ্য বাছাই করে তার ফরমায়েশ দিতে পারবেন। ওয়েবসাইটটির ফেসবুক পেজ থেকেও পণ্যের ফরমায়েশ দেওয়া যায়। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ আছে। রাজধানী মধ্যে পণ্য সরবরাহ চার্জ ৫০ টাকা ও ঢাকার বাইরে ১০০ টাকা।