রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে শনিবার রাত ৮টায় হলের কমনরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার অধ্যাপক খুরশিদা বেগম সাঈদ।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে খুরশিদা বেগম বলেন, বিশ্বে যদি ৫জন মহান রাজনীতিবিদের তালিকা করা হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবেন তাদের মধ্যে অন্যতম নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের কোন পাতা বা অধ্যায় নয়। বঙ্গবন্ধু একটি ইতিহাস। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, বাকশালকে অনেকেই স্বৈরতান্ত্রিক বলে থাকেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব কখনোই স্বৈরতান্ত্রিক শাসক ছিলেন না। কেননা বাকশালে আওয়ামী লীগসহ ৪টি দল ছিল। বাকশালে নির্বাচনের ব্যবস্থার কথাও ছিল।
জাবি শাখা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুুন কবির, সহকারী অধ্যাপক ফিরোজুল হাসান, অধ্যাপক আব্দুল্লাহেল কাফি, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা প্রমুখ।
গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হাসিনুর রহমান, যুগ্নসম্পাদক মিঠুন কুন্ডু, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শুভ, মোছাদ্দেক আলী, এনামুল হাসান নোলক, তানভীর হাসান, সাদ্দাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।