রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলন একদিনের জন্য স্থগিত করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম।
বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী ও সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয়কর্মী শাহরিয়ার মজুমদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এ ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম।
সৈয়দ সামছুল আলম বলেন, ‘ভিসির পদত্যাগের দাবিতে আমাদের এ আন্দোলন চলছে, চলবে। তবে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শাহরিয়ারের মৃত্যুর কারণে সোমবার আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে।’
সোমবার বিকেলে ফোরামের সভায় ভিসিবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারিত করা হবে বলেও জানান তিনি।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্যান্টিনে বসে সময় কাটাতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষকদের। ক্লাস থেকে নিজেদের বিরত রাখলেও পরীক্ষার হলে উপস্থিত ছিলেন শিক্ষকেরা। পরে দুপুর ১২টায় ভিসির পদত্যাগের দাবিতে র্যালি বের করেন আন্দোলনকারীরা। র্যালি পরবর্তী সমাবেশেই আন্দোলন একদিনের জন্য স্থগিত করা হয়।
তবে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষক সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন।