রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৫ : ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা ছাড়াই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি ২০১৮ সালের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে।