Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকাই ছবির মুষ্ঠিমেয় নায়িকাদের মধ্যে ববির নাম শুনলে অনেকেই নড়েচড়ে বসেন। অল্প সময়ের ব্যবধানে তিনি বেশ আলোচনায় এসেছেন। ববির হাতে রয়েছে বেশ কটি ছবি। দিন দিন তাঁর ব্যস্ততা বেড়েই চলেছে।

নতুন খবর হচ্ছে, অভিনেত্রী থেকে প্রযোজক বনে গেছেন। গত বছর তিনি ‘রক্ষা’ ছবিটি প্রযোজনা করার ঘোষণা দেন। যদিও ছবিটির কাজ এখনও শুরু করতে পারেননি। তাতে কি হয়েছে! প্রথম ছবি ঘোষণাতেই আটকে থাকলেও দ্বিতীয় ছবি প্রযোজনা করার ঘোষণা তিনি দিয়েছেন অনেকটা নীরবেই। তবে তাঁর প্রযোজিত দ্বিতীয় ছবির পরিচালক শামীম আহমেদ রনি বিভিন্ন গণমাধ্যমে এই ছবির ঘোষণা দিয়ে যাচ্ছেন।

সবচেয়ে মজার বিষয় হলো, শামীম আহমেদ রনি এ পর্যন্ত বহু ছবি নির্মাণ করার ঘোষণার আওয়াজ দিয়ে যাচ্ছেন! তবে একটি ছবিরও কাজ তিনি শেষ করতে পারেননি। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘মেন্টাল’ আটকে আছে নানা জটিলতায়।
দ্বিতীয় ছবি প্রযোজনা প্রসঙ্গে ববি বলেন, ‘আমি স্ক্রিপ্ট রাইটার ও পরিচালককে চুক্তিবদ্ধ করেছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। হয়তো পরিচালক খবরের শিরোনাম হওয়ার জন্য গণমাধ্যমে বলে বেড়াচ্ছেন। আমি সবকিছু চূড়ান্ত করেই ঘোষণা দেব’। ছবিতে নায়ক হিসেবে কে থাকছেন এমন প্রশ্নের উত্তরে
ববি বলেন, ‘ আপাতত শাকিব খান নায়ক হবেন ফাইনাল এবং চলতি বছরে ছবির কাজ শুরু করতে পারব বলে আশা করছি।’

বর্তমানে ববি ‘রাজাবাবু’ ছবির কাজ এবং ঈদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এই ঈদে ববি অভিনীত ‘আরও ভালোবাসব তোমায়’ ছবিটি মুক্তি পাবে। ছবিতে চিত্রনায়িকা ববি হিসেবেই তাঁকে অতিথি চরিত্রে দেখা যাবে।