Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : নয় বছর আগে ২০০৬ সালে মূলত মডেল নোবেল ও অভিনেত্রী অপি করিমের উৎসাহেই মাহফুজ আহমেদ ‘গুডবাই সিনোরিনা’ টেলিফিল্ম নির্মাণের মধ্যদিয়ে একজন পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘটান। এতে তিনজন একসঙ্গে অভিনয়ও করেন।

দীর্ঘ নয় বছর পর আবারও তারা একসঙ্গে কাজ করছেন। তবে এবার মাহফুজ আহমেদ ক্যামেরার পেছনেই থেকে গেছেন। ক্যামেরার সামনে আছেন নোবেল ও অপি করিম।

মাহফুজ আহমেদের নির্দেশনায় আসছে ঈদে এনটিভিতে বিরতিহীন নাটক হিসেবে প্রচারের জন্য নোবেল ও অপি করিম অভিনয় করছেন ‘তুমি আমাকে বলনি’ নাটকে। এটি রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালক মাহফুজ আহমেদ জানান, এটি একটি সাসপেন্স নাটক। নাটকে নোবেল ও অপি করিম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ।

নয় বছর পর একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকটাই যেন স্মৃতিমুখর হয়ে পড়েছিলেন নোবেল, মাহফুজ ও অপি করিম। ‘তুমি আমাকে বলনি’ নাটকটি নির্মিত হয়েছে মাহফুজ আহমেদের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘বাণীচিত্র’র ব্যানারে।