Tue. Sep 16th, 2025
Advertisements

73 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: ভারতে সাঁতার ইভেন্টে নজর কেড়েছে বাংলাদেশ জাতীয় সাঁতার দল। মুর্শিদাবাদে ৭২তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের তিন সাঁতারু।

৬ সেপ্টেম্বর (রোববার) ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. আশিকুর রহমান। দ্বিতীয় হন ফয়সাল আহমেদ।

একই ভেন্যুতে ১৯ কিলোমিটারে শীর্ষে থাকতে না পারলেও দ্বিতীয় স্থানটি নিজের করে নেন পলাশ চৌধুরী।

এবারের আসরে বাংলাদেশ থেকে দু’জন করে পুরুষ ও মহিলা সাঁতারু অংশ নেয়। তাদের সহকারী হিসেবে রয়েছেন ছয়জন লাইফ সেভার। কোচসহ মোট ১৩ সদস্যের বাংলাদেশ দল ভারতে যায়।