বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং নামে পৃথক বিভাগ করার প্রতিবাদে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান। আজ বেলা ১১ টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
যানাযায়, প্রকৌশলী অনুষদের অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রিক্যাল বিভাগকে দুটি বিভাগে উন্নিত করার জন্য আলাদা দুটি বিভাগ করেন। সে জন্য ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের চাহিদা কমে যাবে সে জন্য বিভাগের সকল শিক্ষার্থীরা একযোগে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।