বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৬ষ্ঠ সম্মেলন আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিলের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়,“ অবিলম্বে রাকসু সচল করে নিরাপদ মানবিক ক্যাম্পাস নির্মাণে সোচ্চার হোন এবং সহিংসতা, যৌন সন্ত্রাস, প্রশাসনিক স্বৈরতন্ত্রের শিকল ছিন্ন করে রাবিকে একটি মুক্ত জ্ঞানচর্চা কেন্দ্রে পরিণত করতে ঐক্যবদ্ধ হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।