খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময় সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আগামী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে শিক্ষা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাবির উপনিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী।
তিনি বলেন, এ বছর শুধু কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো হবে অনুষদভিত্তিক।
আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।