Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
দেশের বাজারে সম্প্রতি এডিসন গ্রুপ নিয়ে এসেছে অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত নতুন স্মার্টফোন ব্র্যান্ড ‘হ্যালিও এস ১’। বাংলাদেশে স্মার্টফোনের র ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এডিসন গ্রুপের এই পদক্ষেপ। বাজারে আসার আগে থেকেই এডিসন গ্রুপ এই হ্যান্ডসেটটি নিয়ে প্রচারণা চালানো শুরু করে। কানেক্টিভিটির জন্য প্রিমিয়াম ক্যাটাগরির এই হ্যান্ডসেটটিতে রয়েছে ফোর জি প্রযুক্তি।

বর্তমানে শুধু সাদা রংয়ে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে মাত্র ১৭,৯৯০ টাকা।

আগ্রহীরা স্মার্টফোনটির কিছু ফিচার জেনে নিতে পারেন

ডিজাইন
সেটটির ডিজাইন মেটাল বেজেল ডায়মন্ড কাটিংয়ের। সেটটির দুই পাশেই ব্যাবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। যার কারণে স্ক্রিনে দাগ পড়ার সম্ভাবনা কম। সেটটির পুরুত্ব মাত্র ৬.৯৫ মিলিমিটার যার কারণে হাতের মুঠোয় অনায়াসে জায়গা করে নেবে সেটটি। ১৩১.৫ গ্রাম ওজনের এই সেটটি দেখতেও নজরকাড়া।

ডিসপ্লে
৫ ইঞ্চির বড় স্ক্রিন হওয়ার কারণে এই সেটের ভিউ অ্যাঙ্গেল অনেক বেশি। এইচ ডি রেজ্যুলেশন (১২৮০দ্ধ৭২০) হওয়ার কারণে ভিডিও দেখা যাবে সাবলীল ভাবে। মীরাভিশন টেকনোলোজির কারণে ডিভাইসটির স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক। ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস কিংবা টেক্সট যেকোনো কাজই ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন।

পারফর্মেন্স
সেটটিতে রয়েছে ১.৩ গিগাহার্জের ৬৪ বিট অক্টাকোর প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের (এমটিকে৬৭৫৩) প্রসেসর। তাই মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেটটিতে। ২ জিবি র‍্যাম হওয়াতে গেমিংয়ের ক্ষেত্রেও ভালো পারফর্মেন্স দেবে স্মার্টফোনটি। এতে ইন্টার্নাল স্টোরেজ রয়েছে ১৬ জিবি। তবে মেমোরি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হ্যালিও হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে জিপিইউ (মালি টি৭২০ এমপি৪)। এতে যেকোনো ভালো মানের গেমস নিশ্চিন্তে খেলা যাবে সেটটিতে।

ক্যামেরা
সেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রয়েছে জিরো শাটার ডিলে, আইওএস কন্ট্রোল, সেলফি পিআইপি মোড, ফেস বিউটি মোড, প্যানোরোমা মোড। হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশনের সনি ইমেজ প্রসেসিং (সনি আইএমএক্স ২১৪ এবং অ্যাপার্চার এফ২.০) সেন্সর। ফলে যাদের ছবি তোলার অভ্যাস রয়েছে তারা সেটটি ব্যবহার করে আরাম পাবেন। সেলফিপ্রেমীদের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যমেরা। ফলে স্কাইপিতে ভিডিও চ্যাট হবে অনেক আরামদায়ক।

ব্যাটারি
স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য রয়েছে ২৪০০ এমএএইচের লি-পলিমার ব্যাটারি। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে ব্যাটারির চার্জও খরচ হয় সাধারণের তুলনায় অনেক কম। তবে ফোর জি নেটওয়ার্কে ওপেন থাকলে বাজারের অন্যান্য ফোর জি হ্যান্ডসেটের মতো এই হ্যান্ডসেটেরও ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক ভাবে কম পাওয়া যায়।