খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
৩ বছরের এক শিশুর কার্যকলাপ দাপিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে ইন্টারনেট। খালি পায়ে তার একটি বোর্ড ভাঙার প্রচেষ্টার ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই অন্তরজালের দুনিয়ায় ভাইরাল।
তাইকোন্ডো বেল্টের প্রত্যাশি ওই ছোট্ট শিশুট বোর্ড ভাঙার প্রচেষ্টা খালি পায়ে কিক মেরে শুরু করলেও তারপর বোর্ডটি ভাঙতে তার উপর লাফাতে, ঘুষি মারতে কোনটাই বাকি রাখেনি। তার দস্যিপনায় মন মজেছে দর্শককূলের। মাত্র কয়েক মুহূর্তে অনাবিল হাসির যোগান দিয়েছে তার প্রাণপনে হোয়াইট বেন্ট পাওয়ার চেষ্টা।
শেষ পর্যন্ত কীভাবে সাদা বেল্টের মালিক হল ওই খুদে? ভিডিও দেখতে এখানে ক্লিক করুন