Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
64হোস্টেলের দিনগুলো সবচেয়ে স্বাধীন ও আনন্দের সময়। কিন্তু যখন খাবারের কথা আসে, আপনি সবসময় সংগ্রাম করেন। আপনি বেশিরভাগ সময় ক্ষুদার্থ থাকেন এবং খুব দ্রুত খাবার পেতে চান। আপনি যদি হয়ে থাকেন কোনো হোস্টেল ছাত্র তাহলে আপনি যে ১০ ধরণের খাদ্য সংগ্রামের সাথে জড়িত তা জেনে নিন:

১। মায়ের হতের খাবার- আপনার কোনো রুমমেট যখন বাড়ি থেকে আসে তখন তার আনা মায়ের হাতের খাবারের স্বাদ আপনার মায়ের হাতের খাবারের মতো মনে হয়।

২। আপনি সবসময় বন্ধুর কাছ থেকে খাদ্য লুকিয়ে রাখেন – কারণ সে সব কিছু খেয়ে ফেলে।

৩। ম্যাগি নুডুলস হয়ে যায় আপনার দুপুর এবং রাতের খাবার।

৪। যখন বাইরের খাবার হয়ে যায় আপনার প্রকৃত খাদ্য – তখন আপনি বাইরের খাবারকে অপছন্দ করতে শুরু করেন।

৫। কোকসহ অন্যান্য পানীয় পান করা বেড়ে যায় আর আপনার রুমটাই হয়ে যায় পার্টিরুম।

৬। বন্ধুর কাছ থেকে ক্লাস এসাইনমেন্ট সহায়তা পেতে টাকা হিসেবে চকলেট সাহায্য করে।

৭। পরীক্ষার সময় চা/কফি কাপ হারিয়ে ফেলেন।

৮। কোনো অনুষ্ঠানে গেলে ফ্রি খাবার পেয়ে প্লেট ভর্তি করে খাবার নিয়ে বসেন।

৯। নিজের পকেটের কথা চিন্তা না করেই খাবারের পার্টি দিয়ে ফেলেন।

১০। বিস্কুট ও চিপস আপনার প্রিয় খাবার হয়ে উঠে। যদিও বুঝতে পারেন এটা আপনার জন্য খারাপ কিন্তু কোনো মতেই এটা খাওয়া বাদ দেন না। -সূত্র: ইন্ডিয়া টাইমস।