খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
আমাদের মধ্যে অনেকেই মনে করি কোকাকোলা অস্বাস্থ্যকর, আর ডায়েট কোকাকোলা চিনিমুক্ত তাই এটি স্বাস্থ্যের জন্য খারাপ না। যাই হোক, সম্প্রতি এক ইনফোগ্রাফিক প্রমাণ করেছে যে, সফট ড্রিঙ্কস কিভাবে আপনার দাঁত আক্রমণ করে এবং এটা কিভাবে আপানার শরীরে চর্বি সঞ্চয় করে।
এছাড়াও কোকাকোলা কোকেইনের অনুরূপ মানব শরীরে আসক্তি সৃষ্টি করে এবং এটি আপনার শরীরের পুষ্টিকে নিঃশেষিত করে দেয়। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
গত সপ্তাহে বিশেষজ্ঞ নিরাজ নায়েক বলেন, আপনি কোকাকোলা পান করার ১ ঘণ্টা পর আপনার শরীরে কি ধরণের প্রতিক্রিয়া ঘটে সেই সম্পর্কে একটি ইনফগ্রাফিক (infograhic) আপ করেন। তিনি এক ইনফোগ্রাফিতে দেখান ডায়েট কোকাকোলা পান করলে কোকেইনের মতো একই রকম প্রতিক্রিয়া ঘটে। নায়েক ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্য ভিত্তিত একজন বিশেষজ্ঞ ফার্মাসিস্ট। -সূত্র: ইন্ডিয়া টাইমস।