Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
67গতকালের পর আজো অব্যাহত ছিল দাবি আদায়ের জন্য আন্দোলন। সেই সাথে শিক্ষার উপর থেকে আরোপিত ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে ‍যাওয়ার ঘোষণা দিযেছে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আজ ও শনিবারের অবস্থান কর্মসূচি স্থগিত করে রোববার থেকে ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবার তারা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবে। এতে কাজ না হলে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এদিকে গতকাল রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালায় ২০-২৫ জন। ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বলে হামলা চালানোর সময় সেখানে কর্তব্যরত শতাধিক পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ঘটনার পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বাড়লে ওই যুবকেরা চলে যান। আবার রাত নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে দ্রুত চলে যান। এ হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবার পথরোধ করে আন্দোলন শুরু করেন।