খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
প্রতিবন্ধি শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেন্সড ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শাখার ২০১৫-১৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে । এতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের স্নাতোকত্তর বর্ষের শিক্ষার্থী মো: কাওসার হামিদ এবং সাধারন সম্পাদক হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো: সুমন আলীর নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাতে এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে পিডিএফের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান কিরন ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন।
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন পিডিএফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি মিজানুর রহমান কিরনক (যুক্তরাষ্ট্রে ফেলোশিপ পাওয়ার জন্য), পিডিএফ এর সাবেক সভাপতি আহসান মোহাম্মদ রাসেল, (৩৪তম বিসিএস পরীক্ষায় এডমিন ক্যাডারে সুযোগ পাওয়ার জন্য) এবং সাবেক সাধারণ সম্পাদক শিবলুর রহমান, (নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদানের জন্য)।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিএফ এর প্রধান উপদেষ্ঠা ইতিহাস বিভাগের সভাপতি ড. এ টি এম আতিকুর রহমান, প্রতœতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোকাম্মেল এইচ ভূঁইয়া,অধ্যাপক ড.এ এ মামুন, সহযোগী অধ্যাপক আইরীন আকতার, প্রত্বতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ নুরুল কবীর ভূঁইয়া।
উল্লেখ্য, ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে প্রতিষ্ঠা লাভ করে ফিজিক্যালি চ্যালেন্সড ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) । বর্তমানে পিডিএফ বাংলাদেশের ১৩ টি বিশ^বিদ্যালয়ে প্রতিবন্ধি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। প্রতিবন্ধি শিক্ষার্থীদের শ্রুতি লেখক, পাঠ্য বই রেকর্ডিং করে দেওয়াসহ বিশ^বিদ্যালয়গুলোতে তাদের সার্বিক সহযোগীতা করে আসছে এই সংগঠনটি।