Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16 খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর রাওয়া ক্লাবে হতে যাচ্ছে ঈদ মেলা।দেশের অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের তৈরি ফ্যাশন সামগ্রী নিয়ে আগামী ১৪ থেকে ১৫ সেপ্টেম্বরে রাজধানীর রাওয়া ক্লাবে হতে যাচ্ছে ঈদ মেলা। ঈদ শপিং ম্যানিয়ার ব্যানারে এ মেলার আয়োজন করেছে বিজ্ঞাপনী সংস্থা ফ্লেয়ার।

আয়োজকেরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনকে কেন্দ্র করে গড়ে উঠা দেশীয় ফ্যাশন হাউসগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অনলাইনকেন্দ্রিক শপগুলোর পণ্যকে গ্রাহকদের কাছে তুলে ধরতে এ আয়োজন।

অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি পণ্য ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ নিয়ে সাজাবে তাদের স্টল। মেলায় থাকছে শাড়ী, সালোয়ার কামিজ, জুয়েলারি, লেডিস পাঞ্জাবি, সুতি ও ব্লক প্রিন্টের থ্রিপিস, শোপিসসহ নারীদের নিত্যব্যবহার্য পণ্য। মেলায় মোট ৩১টি স্টল থাকবে। এদের বেশির ভাগই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের।