Wed. Sep 17th, 2025
Advertisements

45খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জিতলেন লিয়েন্ডার পেজ ও মার্টিনা হিঙ্গিস জুটি।

শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে যুক্তরাষ্ট্রের বেথানি ম্যাটেক স্যান্ডস ও স্যাম কুয়েরে জুটিকে ৬-৪, ৩-৬, ১০-৭ গেমে হারিয়ে শিরোপা জেতেন তারা।

চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন পেজ-হিঙ্গিস জুটি। এ মৌসুমে এর আগে উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতেও শিরোপা জেতেন তারা।

ব্যক্তিগতভাবে ভারতীয় তারকা লিয়েন্ডার পেজের এটা ১৭তম গ্র্যান্ডস্ল্যাম খেতাব। আর সুইস তারকা হিঙ্গিসের ১৯তম গ্র্যান্ডস্ল্যাম। ১৯৬৯ সালে শেষবার কোনো জুটি এক মৌসুমে মিশ্র দ্বৈতে গ্র্যান্ডস্লাম জয়ের হ্যাটট্রিক করেছিল।

এদিকে ইউএস ওপেনের মেয়েদের এককের সেমিফাইনালে শুক্রবার বড় অঘটনের জন্ম দিয়েছেন ইতালির রবার্তা ভিঞ্চি। শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠে গেছেন র‌্যাংকিয়ে ৪৩ নম্বরে থাকা ভিঞ্চি।

ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুক্রবার হয়। দর্শকে ঠাসা নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে প্রথম সেটটি অনায়াসেরই জিতে নেন সেরেনা। কিন্তু দারুণভাবে ফিরে এসে পরের দুই সেট জিতে সেরেনাকে এবারের ইউএস ওপেন থেকে বিদায় করেন ভিঞ্চি।

এতে এবারও ‘ক্যালেন্ডার স্ল্যাম’ জয় (এক ক্যালেন্ডার বর্ষের সবক’টি গ্র্যান্ডস্ল্যাম জয়) অধরাই রয়ে গেল সেরেনা ইউলিয়ামসের।

ইউএস ওপেনের মেয়েদের ফাইনালে শনিবার স্বদেশী ফ্ল্যাভিয়া পেনেত্তার মুখোমুখি হবেন ভিঞ্চি।