Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
অপেক্ষাটা বেশি আইফোনকে ঘিরেই ছিল। কিন্তু তারপরও সবার নজর কেড়েছে আইপ্যাডের নতুন সংস্করণ। কারণ আইপ্যাড প্রো এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় আকৃতির আইপ্যাড।

প্রায় ১৮ মাসের জল্পনা কল্পনা শেষে আইপ্যাডের ব্যাপারে সব তথ্য নিশ্চিত হওয়া গেল। নতুন আইপ্যাড বাজারে আসবে আগামী নভেম্বরে। নতুন আইপ্যাড প্রোতে থাকছে ১২.৯ ইঞ্চি স্ক্রিন। এতে শক্তি জোগাবে ৬৪-বিট এ৯এক্স চিপ, যেটি পূর্বের আইপ্যাড এয়ার টুতে ব্যবহার করা ৬৪-বিট এ৮এক্স চিপের চেয়ে ১.৮ গুণ বেশি পারফরমেন্স দেবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রযুক্তিবিষয়ক ব্লগ থেকে আরো জানা যায়, অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ফিল শিলার দাবি করছেন, ‘নতুন এই আইপ্যাড প্রো গত কয়েক বছরে বের হওয়া প্রায় ৮০ শতাংশ পোর্টেবল ল্যাপটপের চেয়ে দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। অ্যাপল ধারণা করছে বিশাল আকার এবং অধিক কর্মক্ষম এই প্যাড সহায়ক হবে অনেক কম্পিউটিং কাজকর্ম সারতেও।’

ল্যাপটপ থেকে ব্যবহারকারীদের দূরে রাখার সব ব্যবস্থা করেই রাখা হয়েছে এই ডিভাইসে। যেমন আছে স্মার্ট কিবোর্ড কিংবা স্মার্ট পেন্সিল। ইন্টিগ্রেটেড মাইক্রোসফট অফিস এবং অ্যাডোবের অ্যাপগুলো হিসাবনিকাশ আরো সহজ করে দিয়েছে।

এ ছাড়া অটোক্যাড কিংবা অটোডেস্কের মতো অ্যাপের সাথেও আইপ্যাড প্রো স্বাচ্ছন্দ্যে কাজ করে যেতে পারবে। প্যাডটি মাল্টি টাচস্ক্রিন সমর্থিত। আরো আছে স্প্লিট স্ক্রিন অ্যাপ ভিউ, যেখানে একই সাথে দুটি অ্যাপ দেখা যাবে।

আইপ্যাডের ৩২ জিবি মডেলের দাম পড়বে ৭৯৯ ডলার। ১২৮ জিবির দাম ৯৪৯ ডলার এবং ১২৮ জিবি টপ এন্ডের সাথে এলটিই মডেলের দাম এক হাজার ৭৯ ডলার। তবে ৬৪ জিবির কোনো সংস্করণ নেই।

সর্বকালের সবচেয়ে বড় এই আইপ্যাডে আছে চার স্পিকারের অডিও সিস্টেম, যেখানে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে। এ ছাড়া আছে ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ।