Thu. Oct 16th, 2025
Advertisements

64খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
যুবলীগের কোনো নেতাকর্মী আইনশৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে চিঠি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক।

৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার এক অনুষ্ঠানে সারাদেশে চাঁদাবাজি ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের জন্য যুবলীগকে দায়ী করে ডিআইজি শফিকুল যে বক্তব্য দিয়েছিলেন তার প্রেক্ষিতে তিনি এই চিঠি দেন।

আইজিপির কাছে পাঠানো ওই চিঠিতে যুবলীগ চেয়ারম্যান বলেছেন, একজন দায়িত্বশীল উ”চপদস্থ কর্মকর্তার কাছ থেকে যেহেতু এমন মন্তব্য এসেছে, সেজন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি যুবলীগের কারা এসব অপরাধ কর্মকা-ে জড়িত তাদের তালিকা আমাদের কাছে প্রদান করুন। সংগঠনের নিয়ম অনুযায়ী আমাদের তাদের বিরুদ্ধে সর্বো”চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ওমর ফারুক বলেন, কোনো ব্যক্তি যে সংগঠনই করুক না কেন আইন-শৃঙ্খলা বিরোধী বা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। তার সাংগঠনিক পরিচয় খোঁজা আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়।