Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

80খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
সেলফির যুগে এসে আত্মপ্রতিকৃতি তোলার নামে কত কী-ই না চলছে। মা-বাবার মরদেহের সঙ্গে সেলফি, মৃতদেহ কবর থেকে তুলে তার সঙ্গে সেলফি– এমন আরো কত ‘অসুস্থ সেলফিস’দের কাহিনী শুনেছে বিশ্ব। সেই তালিকায় সর্বশেষ সংযোজন প্রেমিকাকে খুন করে মৃতদেহের সঙ্গে সেলফি!

ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের ন্যানিংয়ের। দেশটির সংবাদমাধ্যমের সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানায়, কিন উং নামে একজন গত ৬ সেপ্টেম্বর প্রেমিকা লিনকে খুন করে। তারপর সেই মৃতদেহের সঙ্গে দুটি সেলফি তুলে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে সে।

প্রথমে ছবিতে দেখা যায়, ঘরের মেঝেতে মৃতা লিনের সঙ্গে শুয়ে আছে কিন। দ্বিতীয় ছবিতে দেখা যায়, ঘরের মেঝেয় মাদুর পাতা। পাশে রাখা হয়েছে দুটি ছাতা এবং তার পাশে একটি হাতকরাত। ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘স্বার্থপর ভালোবাসার জন্য আমাকে ক্ষমা কর।’

ছবিটি প্রথম নজরে আসে একটি চীনা সংবাদমাধ্যমকর্মীর। পরে তা দ্রুত ছড়িয়ে যায়। তবে ছবি আপলোডের পরই লাপাত্তা হয়ে গিয়েছিল কিন। পরে ফেসবুকের ছবির সাহায্যেই নয় ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।