Mon. Sep 15th, 2025
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
Pic 1ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন। জেলা শহরে যানজট সমস্যার কথা উঠলে তাৎক্ষনিকভাবে এসপি ফারহাত আহম্মেদ ট্রাফিক পুলিশ বিভাগকে সভা কক্ষ থেকেই অতিদ্রুত যানজটের নিরসনের নির্দেশ দেন।

এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন, ঠাকুরগাঁও শহরে আর কখনো যানজট সৃষ্টি হবে না। আইন শৃঙ্খলা বাহিনী জনগনের সাথে মিলে মিশে কাজ করে একটি সুন্দর নগরী গড়ে তুলবে। সেজন্য সকল মানুষের সহযোগিতা চান তিনি।

এ সময় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ আরো বলেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করছে। মাদক, চুরি ও অন্যান্য অপরাধ মূল কাজ দমনে পুলিশকে কঠোর হওয়ার নিদের্শ দেন তিনি।

Pic 2

সভায় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোবার মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপল্পব, প্রবীণ সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন, রফিকুল ইসলাম, আখতার হোসেন রাজা, মনসুর আলী, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম রুব্যায়াত, মজিবর রহমান খান, মামুন অর রশিদ, গোলাম সারোয়ার সম্রাট, তরুন সাংবাদিক নূর আফতাফ রূপম, কামরুল হাসান, তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন,নবীন হাসান, শামসুজ্জুহা প্রমুখ।