Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
18একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিকসহ চার গোল করার পথে আরেকটি মাইলফলক গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী খেলোয়াড় রাউল গঞ্জালেসের করা ২২৮ গোলের রেকর্ড ছাড়িয়ে বার্নাব্যুর ক্লাবটির হয়ে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোল করা রাউলকে এদিন ৭ থেকে ২০- এই ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করার মাধ্যমে স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে এই কিংবদন্তীকে ছাড়িয়ে যান সিআর সেভেন। পরে ৮১তম মিনিটে আরেকটি গোল করেন তিনি।
১৯৯৪-২০১০ এই ১৬ বছর রিয়াল মাদ্রিদের হয়ে ৫৫০টি লিগ ম্যাচ খেলে ২২৮ গোল করেন রাউল। অন্যদিকে মাত্র ষষ্ঠ মৌসুমে রিয়ালের হয়ে ২০৩তম ম্যাচেই ২২৯তম গোল পূর্ণ করে রাউলকে ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শনিবার এসপানিওলের বিপক্ষে খেলার ৭ থেকে ২০- এই ১৩ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ ক্লাব ও জাতীয় দলের হয়ে এর আগে আট ম্যাচে গোলহীন ছিলেন তিনি। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য প্রতিপক্ষকে এদিন গোলবন্যায় ভাসালেন রোনালদো। একে একে করলেন পাঁচ গোল।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এখনো ছয় গোল এগিয়ে রয়েছে রাউল। তবে সেটাকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।
লা লিগায় সর্বোচ্চ গোলদাতার আসনটি আপাতত বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির দখলে। ৩১৭ ম্যাচে ২৮৬ গোল করে সবার ওপরে রয়েছে মেসি। ২৫১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাথলেটিকো বিলবাওয়ের সাবেক কিংবদন্তী তারকা তেলমো জারা। ৩৩৪ গোল নিয়ে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেজ রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। ৩৩০ গোল নিয়ে রোনালদো ধাওয়া করছেন তালিকার ওপরের সবাইকে।