Thu. Oct 16th, 2025
Advertisements

35খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
দশ বছর পর সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার এবং সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হকসহ ৩২ জনের বিরুদ্ধে রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ আদালতে এ মামলার ২২ জন আসামি উপস্থিত ছিলেন। এদের মধ্যে ১৪ জন কারাগারে এবং ৮ জন জামিনে রয়েছেন। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও তার ভাইসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।