Tue. Sep 16th, 2025
Advertisements

40খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আশংকা ছিলো, হয়তো সুমাইয়া শিমু অভিনয় থেকে বিদায়ই নেবেন বিয়ের পর। কিন্তু না, তিনি অভিনেত্রী। অভিনয়েই তার মনের খোরাক। তাই বিয়ের পর, নতুন সংসার সাজিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে নাটকের দৃশ্যধারণে অংশ নিয়েছেন সুমাইয়া শিমু। নাটকের নাম ‘ব্রিফকেস’। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মাজনুন মিজান ও পাভেল ইসলাম।‘ব্রিফকেস’ প্রচার হবে আগামী কোরবানির ঈদে, এনটিভিতে। চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, পরিচালনায় সনি চৌধুরী। পরিচালক জানাচ্ছেন, ব্রিফকেসটি নিয়েই গল্প। এক রাতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। সেখানে একটি ব্রিফকেস কুড়িয়ে পায় নায়ক। জীবন বদলে যায় তার।