Mon. Sep 22nd, 2025
Advertisements

43খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
মহিলা এককের ২৬তম বাছাই ফ্লাভিয়া পেনেত্তা নিজের টেনিস ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। ইউএস নারী এককের ফাইনালে টেনিসের নতুন বিস্ময় স্বদেশী রবার্তা ভিঞ্চিকে হারিয়ে শিরোপা জেতেন পেনেত্তা। শনিবার ফাইনালে শিরোপা নিশ্চিত করতে পেনেত্তা সরাসরি সেটে ভিঞ্চিকে হারান। ৭-৬, ৬-২ গেমে জয় তুলে নেন ইতালিয়ান এ টেনিস তারকা। ৩৩ বছর বয়সী পেনেত্তা শিরোপা জেতার পর টেনিস ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘এটাই আমার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর সেরা সময়। আমি সত্যিই খুব আনন্দিত।’ এর আগে ৪৩তম ইতালির অবাছাই ভিঞ্চি সবাইকে অবাক করে দিয়ে ২১টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা উইলিয়ামসকে সেমিফাইনালে থামিয়ে দেন। সেরেনাকে থামিয়ে দিতে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন ইতালিয়ান এ তারকা। ভিঞ্চির কাছে এটাই ছিল প্রথম গ্র্যান্ডস্লামের ফাইনাল। ফাইনালে তার প্রতিপক্ষও ছিলেন স্বদেশী। ফলে, এ ম্যাচটি টেনিসের ওপেন যুগের ইতিহাস হয়ে রইল। কারণ ১৯৬৮ সালের পর থেকে এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে দুই প্রতিপক্ষই ছিলেন ইতালিয়ান।