Mon. Sep 22nd, 2025
Advertisements

7খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
লড়াইটা ভালোই হলো পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। টানা প্রথম দুই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। পরের দুটি ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা এনেছিল ইংল্যান্ড। ফলে পঞ্চম ওয়ানডে ম্যাচই হয় অলিখিত ফাইনাল। আর সেই ফাইনালে দাপটের সঙ্গেই জিতল অস্ট্রেলিয়া। রোববার ওল্ডট্রাফোর্ডে পঞ্চম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করেছে অসি শিবির। সেই সঙ্গে ৩-২ ব্যবধানে সিরিজও জিতল স্টিভেন স্মিথরা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ৩৩ ওভারে মাত্র ১৩৮ রান করেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৪২ রান করেছেন স্টোকস। এছাড়া অপরাজিত ৩৫ রান করেছেন রশিদ। বাকিদের রান ছিল ১৫এর নিচে। অস্ট্রেলিয়ার হয়ে একাই চারটি উইকেট নেন মিশেল মার্শ। হ্যাস্টিংস নেন তিনটি উইকেট। স্টার্ক ও অ্যাগার পান একটি করে উইকেট। ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৪.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া। শুরুতে ওপেনার বার্নস (০) ও স্মিথ (১২) দ্রুত আউট হয়ে গেলেও তৃতীয় উইকেট জুটিতে ফিঞ্চ-বেইলির ১০৯ রান অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌছে দেয়। ৭০ রানে ফিঞ্চ ও ৪১ রানে বেইলি অপরাজিত থাকেন। ইংলিশদের হয়ে একটি করে উইকেট নেন উইলে ও উড। ম্যাচ সেরার পুরস্কার পান অস্ট্রেলিয়ার মিশেল মার্শ। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনিই।