Fri. Oct 17th, 2025
Advertisements

10খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
আগামি ২৪ সেপ্টেম্বর সৌদি আরবে ঈদ-উল-আজহা পালিত হবে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকা গালফ নিউজ আল আরাবিয়া টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে একই পত্রিকা কিছুক্ষণ আগের নিউজে ২৩ তারিখ ঈদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল। তখন তারা সৌদি আরবের সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বরাত দিয়েছিল। কিন্তু ৩০ মিনিটের ব্যবধানে আগের অবস্থান থেকে সরে আসে গালফ নিউজ। কিছু জোতির্বিজ্ঞানী ২৩ সেপ্টেম্বর সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল-আযহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, জিলকদ মাস শেষ হতে পারে ২৯ দিনে। এ হিসেবে আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথম দিন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার হবে আরাফাতের দিন। এর অর্থ, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আযহার প্রথম দিন উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকা এঁষভ ঘবংি ও বসরৎধঃবং২৪৭.পড়স এ খবর প্রকাশ করে। তবে বাস্তকে তাদের এ ভবষ্যিতবাণী ফলেনি। যদিও গত ঈদ-উল-ফিতরে তাদের ভবিস্যতবানী মিলে গিয়ছিল। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কয়েকটি এলাকায় ২৪ সেপ্টেম্বর ঈদ-উল-আযহা উদযাপিত হবে। অপরদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত সংবাদ পর্যালোচনায় আগামীকাল সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।