Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স কমদামে একটি ল্যাপটপ ছেড়েছে। এটি ক্যানভাস সিরিজের। প্রতিষ্ঠানটি এটির নাম দিয়েছে ক্যানভাস ‘ল্যাপট্যাব’। এই ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। ল্যাপটপটি মূলত একটি ট্যাব। এটির সঙ্গে বিশেষ কিবোর্ড ডক জুড়ে দিলে মনে হবে ল্যাপটপ। এতে আছে ইন্টেলের অ্যাটম প্রসেসর। ডিসপ্লে ১০.১ ইঞ্চির। এটাকে টু ইন ওয়ান কম্পিউটার হিসেবে ধরা যায়। এটির কিবোর্ড ফ্রেবিক দিয়ে তৈরি। ল্যাপটপটির ডিসপ্লে ডব্লিউএক্সজিএ আইপিএস প্রযুক্তির। প্রসেসর ১.৮ গিগাহার্টজের অ্যাটম। যদিও ল্যাপটপটিতে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। ব্যবহারকারী চাইলে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটির র‌্যাম ২ জিবি। ব্যাটারি ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পায়ারের। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। সঙ্গে ফ্রিতে মিলছে ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ। এটির ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের। ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ১৪ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪৩ টাকা।