Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
কৃষ্ণগহ্বর নিজ অভ্যন্তরে হারিয়ে যাওয়া উপাদানের ব্যাপারে তথ্য সংরক্ষণ করে বলে জানিয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং। এতোদিন ধরে নেওয়া হত, কৃষ্ণগহ্বরে উপাদান হারালে, সে সংক্রান্ত তথ্যও ধ্বংস হয়ে যায়। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কৃষ্ণগহ্বর সম্পর্কে হকিংয়ের এই সাম্প্রতিক মতটি কোয়ান্টাম পদার্থবিদ্যার নীতি বিরোধী। হকিংয়ের মতে, তথ্য কৃষ্ণগহ্বরের ভেতরে হারানোর বদলে এর সীমানায় সংরক্ষিত থাকে। এ প্রসঙ্গে কেটিএইচ রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজি’র এক সম্মেলনে হকিং জানিয়েছেন, কৃষ্ণগহ্বর নিজ অভ্যন্তরে তথ্য সংরক্ষণ করে না, বরং এর সীমানা ‘ইভেন্ট হরাইজনে’ তথ্যগুলো সংরক্ষিত থাকে। বিবিসির তথ্য অনুযায়ী, সমস্যাটি নিয়ে হকিং তার সহকর্মী ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক ম্যালকম পেরি এবং হার্ভার্ডের অধ্যাপক অ্যান্ড্রু স্ট্রমিঙ্গারের সঙ্গে কাজ করছেন। তাদের ধারণা, ইভেন্ট হরাইজনে তথ্য টুডি হলোগ্রামে রূপান্তরিত হয়ে সংরক্ষিত হয়। প্রসঙ্গটি নিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ হ্যাম্পটনের অধ্যাপক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মারিকা টেইলর জানিয়েছেন, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী, ইভেন্ট হরাইজনে কোনো কিছু থাকবে না, কৃষ্ণগহ্বরের অভ্যন্তরে সব হারিয়ে যাবে। অন্যদিকে হকিংয়ের হলোগ্রাম তত্ত্ব মেনে নিলে, ধরে নিতে হবে আইনস্টাইনের তত্ত্বটি ভুল। টেইলর আরও জানান, ইভেন্ট হরাইজনে তথ্য কীভাবে সংরক্ষিত হতে পারে, সে বিষয়ে এখনও কারো পূর্ণাঙ্গ কোনো ধারণা নেই। এ প্রশ্নটিরই উত্তর বের করার চেষ্টা করছেন হকিং