Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
40ইতালিয়ান লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এ নিয়ে নতুন মৌসুমে তিন ম্যাচের দু’টিতেই হারের স্বাদ নেয় বালোতেল্লি-বাক্কা-আদ্রিয়ানোরা। অন্যদিকে, টানা তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইন্টার।
সান সিরো স্টেডিয়ামে বল দখলসহ আক্রমণে দু’দলই ছিল সমানে সামন। কিন্তু, প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। তবে ম্যাচের শুরুতেই লিড নিতে পারত এসি মিলান। তিন মিনিটের মাথায়ে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইজ ‍আদ্রিয়ানো।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বাম পায়ের জোড়ালে শটে গোলরক্ষক দিয়েগো লোপেজকে পরাস্ত করেন ফ্রেডি গুয়ারিন। কলম্বিয়ান মিডফিল্ডারের একমাত্র গোলেই খেলার নিষ্পত্তি ঘটে। নির্ধারিত সময় শেষে ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মানচিনির শিষ্যরা।
নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার (১৯ সেপ্টেম্বর) পালের্মোর মুখোমুখি হবে এসি মিলান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। পরদিন বিকেল সাড়ে ৪টায় চিয়েভোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার।