Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
42ইউএস ওপেনে মেয়েদের দ্বৈতে শিরোপা জিতেছেন মার্টিনা হিঙ্গিস ও সানিয়া মির্জা জুটি।
রোববার অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানের শেভেদোভা ও অস্ট্রেলিয়ার ডেলাকোয়াকে ৬-৩ ৬-৩ এ হারিয়ে শিরোপা জিতে নেন তিন মাস আগে উইম্বলডন জেতা এই ইন্দো-সুইস জুটি।
পাঁচ বার গ্র্যান্ড স্লাম জেতা ২৮ বছর বয়সী সানিয়া মির্জা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা আমাদের জন্য সেরা বছর। উইম্বলডনেই বুঝতে পারছিলাম আমরা সত্যিকারের ভাল জুটি।’
এ বছরে হিঙ্গিসের ডাবলসে এটি পঞ্চম শিরোপা। আর এই জুটির দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা।
এর আগে শুক্রবার নিউইয়র্কে মৌসুমের ইউএস ওপেনে লিয়েন্ডার পেজকে নিয়ে মিশ্র দ্বৈতের শিরোপা জিতেন ৩৪ বছর বয়সী মার্টিনা হিঙ্গিস। সূত্র: বিবিসি